×

জাতীয়

সুলতানাকে তুলে নেয়ার অভিযোগ ফখরুলের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ০৩:২৯ পিএম

সুলতানাকে তুলে নেয়ার অভিযোগ ফখরুলের

রবিবার জাতীয় প্রেসক্লাবের সভায় অংশ নিয়ে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আলা আহমেদকে র‌্যাব তুলে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।

রবিবার (৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সভায় অংশ নিয়ে তিনি অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, র‌্যাবের সদস্যরা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক তুলছোনা আহমেদকে তুলে নিয়ে গেছে। এর সকল দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, বরিশাল থেকে সে নেমেছে সকালে, নেমে বাসার দিকে রওনা দিয়েছে। পথিমধ্যে হাটখোলা থেকে র‌্যাব তাকে আটকে তুলে নিয়ে গেছে। তিনি বলেন, আমরা জানি না এখন পর্যন্ত কেন তুলে নিয়ে গেছে, কীজন্য তুলে নিয়েছে। আমি এখানে থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। সরকারবিরোধী আন্দোলন দমাতে ক্ষমতাসীনরা বিএনপিকর্মীদের ‘মামলা দিয়ে হয়রানি’ করেছে বলে অভিযোগ করে আসছেন দলটির নেতারা। ফখরুল হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তাকে (সুলতানা আহমেদ) মুক্তি দেওয়া না হয়, এর দায়-দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারকে বহন করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App