×

সারাদেশ

মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় শিক্ষার্থী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ০৭:২১ পিএম

মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় শিক্ষার্থী

শারমিন আক্তার

পিরোজপুরের ভান্ডারিয়ায় মায়ের মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে শারমিন আক্তার (১৯) নামের এক পরিক্ষার্থী। রবিবার (৬ নভেম্বর) প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় মাজিদা বেগম মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শারমিন আক্তার নামের পরীক্ষার্থী উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়নের উত্তর পৌকখালী গ্রামের ফারুক ফকিরের মেয়ে। তার মায়ের নাম শিউলি বেগম। তিনি ভান্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর পরিক্ষা দিচ্ছেন।

তার চাচা আব্দুল মালেক ফকির বলেন, শারমিনের মা দীর্ঘ দিন ধরে লিভার ও কিডনি রােগে ভুগছিলেন। শনিবার রাত আড়াইটার দিকে ঢাকা প্রাইম হাসপাতালে শারমিনের মায়ের মৃত্যু হয়। রোববার সকাল সাড়ে ১০ টায় মায়ের মরদেহ বাড়িতে রেখেই এইচএসসি পরীক্ষায় অংশ নেন শারমিন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম তিনি বলেন, ঘটনাটি জানতে পেরেছি। এ ঘটনা সবার জন্য হৃদয়বিদারক। সহপাঠী ও পরীক্ষা কেন্দ্রের সচিবরা মেয়েটিকে সহযোগিতা করেছে। আমরা এ ঘটনায় শোকাহত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App