×

বিনোদন

শুটিংয়ে ব্যস্ততা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২, ১২:১৯ পিএম

শুটিংয়ে ব্যস্ততা

দেবাশীষ বিশ্বাস

শুটিংয়ে ব্যস্ততা

একটা মজার শুটিং করছি। আমরা অনেককিছুই বিশ্বাস করি, যেমন জ্যোতিষশাস্ত্র। ২০২৩ কেমন যাবে, সার্বিকভাবে আমাদের দেশ, বিশ্ব, চলচ্চিত্র ; এটি নিয়েই একটা মজার অনুষ্ঠান। আমি উপস্থাপক আর লিটন দেওয়ান চিশতি অতিথি। বাংলাদেশ এবং বেশ কয়েকটি ভারতীয় চ্যানেলও এটি প্রচারিত হবে।

ব্যান্ডের কাজ

আমি এটাকে গানের দল বলি। ছোটবেলা থেকেই গান করতাম। বাবা খুব বিখ্যাত গায়ক ছিলেন, বাংলাদেশের প্যারোডি গানের জনকই তিনি। মাও গান করতেন। মায়ের রাগ ছিলো গলা ভালো থাকা সত্ত্বেও কেন গানটা চালিয়ে যাইনি। বাবার মৃত্যুর পর আমি আর মা মিলে গান করতাম বিশেষ করে মায়ের ভালো লাগার জন্য। গাইতে গিয়ে যখন গলাটা আবার খুলে গেলো তখন মা আবার গান নিয়ে ভাবতে বললেন। তখনও এত গুরুত্ব না দিলেও দেশে বিদেশের বিভিন্ন জায়গায় স্টেজে গান করা হতো। করোনার অবসরে ফেসবুকে গান নিয়ে আসতাম। নায়ক আলমগীর, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ ; আমেরিকায় গানের শোতে সাবিনা ইয়াসমিনও আমার গানের প্রশংসা করেছেন। তখন মনে হলো গানটা সিরিয়াসলি নেয়া উচিত। তাই দেরি না করে একটা গানের দল করে ফেললাম। আমেরিকায়ও আমার একই নামে আরেকটি দল আছে।

আলাদা গানের দল

আমি গায়ক হিসেবে আবির্ভূত হতে চাচ্ছি না এখনো। কোন অ্যালবাম বা মৌলিক গান বের করবো এরকম ইচ্ছাও নেই। তবে আমি কিশোর কুমারের গান করি সেই কাভার নিয়ে এলবাম বের হবে। ইতিমধ্যে দুটো গানের রেকর্ডিং হয়ে গেছে। একটা অ্যালবাম সফল হলে অ্যালবাম নিয়ে কাজ হবে, তবে কিশোর কুমারের গানই হবে শুধু, আর কারো না। গানের দল হিসেবেও আমরা সেই কাভার গানই করবো বিভিন্ন স্টেজে। এটা আমার একটা শখ, ভালো লাগা; এর বাইরে সিরিয়াসলি কিছুই ভাবছি না। অনেক বড় নির্মাতা তাদের চলচ্চিত্রের জন্য গান করতে বলেছেন আমি করিনি।

চলচ্চিত্র পরিচালনায় বাবার প্রভাব

পুরোটাই। আজকে আমি চলচ্চিত্র পরিচালক কথাটা গর্ব ও আনন্দ করে বলতে পারছি এর সম্পূর্ণ অবদান আমার বাবার। বাবা নির্মাতা না হলে আর আমি তার সান্নিধ্য না পেলে কখনোই নির্মাতা হতে পারতাম না। বাবাকে দেখেই অনুপ্রেরণা পেয়েছিলাম। বাবা প্রথমে রাজি হননি কারণ নির্মাতা হওয়ার যে কষ্ট, বাবা তা আমাকে দিতে চাননি। পরে মা বলি, মা বাবাকে রাজি করান।

উপস্থাপনা, পরিচালনা, গান

গানটা আমার শখ, গান ভালোবাসি। তবে একা আনমনেই গাইতে পছন্দ করি। এতে নতুন বা বড় কোন ভাবনা নেই। পরিচালনা, পরিচালক শব্দটাকে আমি শ্রদ্ধা করি। আর উপস্থাপনাটাকে আমি সবচেয়ে বেশি উপভোগ করি কারণ আমার প্রথম পরিচয় ওটাই। আমার জনপ্রিয়তা উপস্থাপনার মাধ্যমেই।

নতুন সিনেমা

আগামী বছর একাধিক সিনেমা আসবে। সবগুলো গল্পই হবে কমেডি। বাংলাদেশে যে ধরনের কমেডি সিনেমা হয়, আমি তার রাজা হতে চাই। যেন মানুষ মনে করে কমেডি সিনেমা মানেই দেবাশীষ বিশ্বাস। সিনেমার প্রি প্রোডাকশনের কাজ চলছে, এ বছরই ঘোষণা আসবে, পরের বছর কাজ শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App