×

জাতীয়

বিএনপিকে ডিসেম্বরে কোনো ছাড় নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২, ০৮:২৮ পিএম

বিএনপিকে ডিসেম্বরে কোনো ছাড় নয়

শনিবার রাজধানীর বাড্ডায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। ছবি: ভোরের কাগজ

বিএনপিকে ডিসেম্বরে কোনো ছাড় নয়

রাজধানীর বাড্ডায় শনিবার আওয়ামী লীগের শান্তি সমাবেশে জনতার ঢল। ছবি: ভোরের কাগজ

বিএনপিকে ডিসেম্বরে কোনো ছাড় নয়

 বাড্ডায় আ.লীগের শান্তি সমাবেশে জনসমুদ্র

বিএনপিকে এখন ছাড় দেয়া হচ্ছে, ডিসেম্বরে আর ছাড় দেয়া হবে না- এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির মহাসচিবের উদ্দেশ্যে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান। আদালত এই তত্ত্বাবধায়ক সরকার জাদুঘরে পাঠিয়েছে, আর ফিরে আসবে না। এখন ছাড় দিচ্ছি, শেখ হাসিনা এখন ছাড় দিচ্ছেন। ডিসেম্বরে রাজপথ থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দখলে। রাজপথ হবে আমাদের, আওয়ামী লীগের।

শনিবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর মধ্য বাড্ডা ইউলুপের কাছে প্রধান সড়কে বিএনপি-জামায়াতের দেশ-বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য সহিংসতা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।

[caption id="attachment_380749" align="aligncenter" width="700"] রাজধানীর বাড্ডায় শনিবার আওয়ামী লীগের শান্তি সমাবেশে জনতার ঢল। ছবি: ভোরের কাগজ[/caption]

ওবায়দুল কাদের বলেন, এখন বিশাল সমাবেশ, জনসমুদ্রে পরিণত হয়েছে। মির্জা ফখরুল সাহেব তিনদিন ধরে বরিশালে টাকা পয়সা দিয়ে কত লোক এনেছেন। এখানে আওয়ামী লীগের সমাবেশে মাত্র ৬টি থানার লোক এসেছে। বরিশালে বিএনপির সমাবেশে ৬টি জেলার লোক। সাংবাদিক ভাইদের বলছি, অতিরিক্ত নিউজ চাই না। যেটা ডিউ সেইটুকুই চাই। আমার সামনে সমাবেশের মাথা দেখা যাচ্ছে না। পেছনে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসি পর্যন্ত সমাবেশ চলে গেছে। বিএনপি বিদেশিদের কাছে নালিশ করে এখন বিদেশিরা দেখুক কার বেশি লোক। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের হটিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে খোমিনি (ইরানের আয়াতুল্লাহ খোমিনি) স্টাইলে বিপ্লব করবেন। সেই স্বপ্ন কর্পুরের মতো উড়ে যাবে। খেলা হবে আগামী ডিসেম্বরে, ফাইনাল খেলা।

নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, খেলা হবে প্রস্তুত হয়ে যান। খেলা হবে, দুনীতির বিরুদ্ধে, সম্পদ্রায়িকতার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ডদের বিরুদ্ধে, আন্দোলনে, নির্বাচনে। কাদেরের সঙ্গে তালি মিলিয়ে উপস্থিত নেতাকর্মীরাও স্লোগান তোলেন খেলা হবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ প্রমূখ।

সমাবেশ শেষে প্রতিবাদ মিছিল বের হয়ে গুলশান নতুন বাজার গিয়ে শেষ হবে। এর আগে দুপুর থেকেই ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসেন। সমাবেশস্থলটি জনসমুদ্রে পরিণত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App