×

জাতীয়

ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জে গ্যাস না থাকার আশংকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২, ০৪:১৪ পিএম

রবিবার থেকে আগামী এক সপ্তাহ ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের কিছু এলাকায় এক সপ্তাহ গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটার আশংকা রয়েছে। শনিবার তিতাসের এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। রবিবার থেকে গ্যাসের সঞ্চালন লাইনের মেরমত কাজের কারণে এই সমস্যা হতে পারে।

তিতাসের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জিটিসিএল কর্তৃক ৬ নভেম্বর রোববার থেকে ১২ নভেম্বর শনিবার পর্যন্ত বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাস, ৬০ কিলোমিটার দীর্ঘ উচ্চ চাপবিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনে ইন্টেলিজেন্ট পিগিং করা হবে। এরফলে এ সময়ের মধ্যে তিতাস গ্যাসের অধিভুক্ত ঢাকা মহানগরীর দক্ষিণ অংশের আংশিক এলাকা, জিঞ্জিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁ, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা ও মুন্সিগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে। কোথাও কোথাও স্বল্প চাপ বিরাজ করতে পারে।’

তিতাস গ্যাসের কর্মকর্তারা বলেন, জিটিসিএলের সঞ্চালন লাইনের ভেতরে অনেক স্থানে সমস্যা দেখা দিয়েছে। অনেক স্থানে পাইপের ভেতরে মচিরা ধরে গেছে। পাইপে লেগে থাকা মরিচা পরিষ্কার করতে হবে। যখন যে সব স্থানে মেরামত কাজ চলবে, তখন সেসব স্থানের লাইনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার কারনে গ্রাহকরা গ্যাস পাবেন না। কোথাও কোথাও লাইনে সরবরাহ করা গ্যাসের চাপ কিছুটা হলেও কমেছে। গ্রাহকরা যেন আগে থেকে প্রস্তুতি নিতে পারেন সে জন্যই তিতাসের পক্ষ থেকে আগাম নোটিশ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App