×

খেলা

জয়ে বিশ্বকাপ মিশন শেষে মরিয়া টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২, ১০:০৪ এএম

জয়ে বিশ্বকাপ মিশন শেষে মরিয়া টাইগাররা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ঘটে ছন্দপতন। এ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বিশাল হার দেখে টাইগাররা। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের জার্সিধারীরা। শেষ ওভারের নাটকীয়তায় জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানের জয় পায়।

চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে শেষ ওভারের রোমাঞ্চে ৫ রানের হার দেখে সাকিব বাহিনী। নিজেদের শেষ ম্যাচে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সকাল ১০টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত ১৭ ম্যাচে মুখোমুখি হয়েছে দুদল। এর মধ্যে পাকিস্তানের জয়ের আধিক্যই বেশি। তাদের ১৫ জয়ের বিপরীতে বাংলাদেশ জয় পায় মাত্র ২ ম্যাচে।

এদিকে ভারতের বিপক্ষে ২৭ বলে ৬০ রানের ঝড় তোলা ইনিংস খেলার ম্যাচে চোট পান লিটন দাস। তারপর থেকে পর্যবেক্ষণে আছেন এই ওপেনার। এ কারণেই গতকাল তাকে ছাড়াই অনুশীলন করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে থাকা বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী পরিচর্যায় রেখেছেন লিটনকে। তাকে নিয়ে দুশ্চিন্তা না করতে বলেছে দেবাশীষ,‘দেখুন, কোনোভাবেই একে ঠিক ইনজুরি বলা যাবে না। লিটন হ্যামস্ট্রিংয়ে একটু ব্যথা অনুভব করছে। হাঁটাচলায় সমস্যা হচ্ছে না। হাতে সময় আছে, আশা করছি পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগেই ঠিক হয়ে যাবে।’

সব ঠিক থাকলে আজ অনুশীলন করতে পারেন লিটন। পাকিস্তান ম্যাচের আগে বৃহস্পতিবার দলের অনুশীলনে বিরতি আছে। তবে কারে রোল্টন ওভালে ঐচ্ছিক অনুশীলন করতে পারেন যে কেউ। ঠিকঠাক থাকলে তখনই নিজেকে পরখ করে নিতে পারেন লিটন। কারণ পাকিস্তানের বিপক্ষে তাকে একাদশে রেখেই পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ দল।

এদিকে বাস্তবতা বলছে, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। কিন্তু এবার শেষের আগেই শেষ যেন না হয়, এজন্য টিম ম্যানেজমেন্ট সতর্ক বলে জানান দলের সঙ্গে থাকা বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তার ভাষ্য,‘মিটিংয়ে শ্রীরাম জানিয়ে দিয়েছে, দেশে ফেরার ভাবনা, কার কবে ফ্লাইট, এসব মাথা থেকে সরাতে। ৭ তারিখেই ফিরতে হবে, এটা যেন কেউ ধরে বসে না থাকে। গুরুত্বপূর্ণ একটি ম্যাচ বাকি, জেতার জন্য নিজেদের উজাড় করে দিতে হবে।’

গোটা দল তাই প্রস্তুত হচ্ছে আগামীকালের অপেক্ষায়। সেদিন দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস যদি অঘটন ঘটাতে পারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, এরপর বাকিটুকু বাংলাদেশের হাতেই। পাকিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত। অনুশীলন শেষে সেই আশার স্পন্দন শোনা যায় তাসকিন আহমেদের কণ্ঠে,‘এই গ্রুপে সব ম্যাচই ইন্টারেস্টিং হয়েছে। এখনো যে কোনো কিছু হতে পারে। মিরাকল হয়ে যেতে পারে। মূল লক্ষ্য থাকবে, শেষ ম্যাচটায় একই স্পিরিট নিয়েই যাব। ভালো খেলে জিততেই চাইব। যদি ম্যাচ জিততে পারি, পরে কী হবে ক্যালকুলেশন পরে দেখা যাবে। মূল লক্ষ্য পরের ম্যাচটা জেতা।’

দুই দলের সবশেষ ৮ টি-টোয়েন্টিতে জিততে পারেনি বাংলাদেশ। লাল-সবুজের জার্সিধারীদের দুই জয়ের একটি ২০১৫ সালে, আরেকটি ২০১৬। শক্তি-সামর্থ্যেও পাকিস্তান এগিয়ে যোজন যোজন। সেই বাস্তবতা স্বীকার করতে কোনো দ্বিধা নেই তাসকিনের,‘আসলে টি-টোয়েন্টি খেলাটায় অনুমান করা কঠিন। যে কোনো কিছু হতে পারে। একটা ওভারে মোমেন্টাম বদলে যেতে পারে। আমরা বোলাররা যদি ভালো বোলিং করতে পারি এবং যদি আগে বোলিং করি, ওদের যদি ১৫০-১৬০ রানের মধ্যে আটকাতে পারি, তাহলে হয়তো আমাদের তা তাড়া করা সম্ভব। আর আগে যদি ব্যাটিং করি, ভালো যদি স্কোর হয়, আমাদের ডিফেন্ড করার সামর্থ্য আছে। ভালো ক্রিকেট খেললে জিততে পারব, এই আশাটা আছে।’

ভারতের বিপক্ষে ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের শিকার হয় বাংলাদেশ। তবে তাসকিন জানান, সে ম্যাচে ঘটে যাওয়া ঘটনা নিয়ে মোটেও ভাবছে না দল। এসব বিষয়গুলোকে পেছনে ফেলে পরবর্তী ম্যাচে ফোকাস করতে চান। তাসকিনের ভাষ্য,‘আপনারা জানেন এটি আমাদের নিয়ন্ত্রণে নেই। এটি আম্পায়ারদের সিদ্ধান্ত বা অন্য কিছু। তবে হ্যাঁ, কিছু বিষয় নিয়ে অনেক বিতর্ক রয়েছে। ফেক থ্রো বা অন্য বিষয়।

আসলে এসব আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এসব নিয়ে ভাবার কোনো মানে নেই। আর সবচেয়ে বড় কথা ম্যাচটা এখন অতীত। তাই আমরা সামনের ম্যাচ নিয়ে ভাবতে চাই।’ তিনি আরো বলেন,‘আইসিসি ইভেন্ট হিসেবে অবশ্যই সবকিছু তাদের অধীনে। এটা তাদের ওপর নির্ভর করে। যদিও বিষয়গুলো আমাদের পক্ষে গেলে আমাদের জন্য ভালো হতো। কিন্তু যেহেতু এটি এখন আর ফিরিয়ে আনতে পারছি না, তাই আমরা এসব নিয়ে ভাবছিও না। পরের ম্যাচে সেরাটা দেয়াই মূল লক্ষ্য।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App