×

খেলা

আফ্রিদিকে যা বললেন বিসিসিআই সভাপতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২, ১১:৩৪ এএম

আফ্রিদিকে যা বললেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদী ও বিসিসিআই সভাপতি রজার বিনি। ছবি: হিন্দুস্তান টাইমস

গত বুধবার ভারতের বিপক্ষে খুব কাছ থেকেও জয় ঘরে তুলে নিতে পারেনি বাংলাদেশ। তবে সেই ম্যাচে বৃষ্টির পর খেলা শুরু করতে আম্পায়ারদের তাড়াহুড়ো, এর আগের ওভারে ঘটে যাওয়া ‘ফেক ফিল্ডিং’ নিয়েই এই আলোচনা বেশি হয়েছে।

সেই বিতর্কের অগ্নিতেই যেন ঘৃত ঢাললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ‘বাংলাদেশ ম্যাচে ভারতের দিকেই পক্ষপাত ছিলো আইসিসির’– এমন মন্তব্যই করেছিলেন তিনি। তার সেই বিস্ফোরক মন্তব্যের জবাবে বিসিসিআই সভাপতি রজার বিনি বলেন, ভারতের ১৮৪ রানের জবাবে সেদিন ৭ ওভারেই বাংলাদেশ তুলে ফেলেছিল ৬৬ রান। লিটন দাসের ঝড় যখন কেউ থামাতে পারছিলেন না, তখনই তাকে থামতে হয় বৃষ্টির বাগড়ায়। এরপর বৃষ্টি থামলে মাঠ শুকানোর জন্য খুব বেশি সময় নেওয়া হয়নি। সেটাই চোখে লেগেছিল আফ্রিদির। তার মনে হচ্ছিল, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। ভারতকে সেমিফাইনালে নিতেই নাকি এমন সব সিদ্ধান্ত আম্পায়ারদের, এমনটাই দাবি করেছিলেন তারকা এই অলরাউন্ডার। খবর হিন্দুস্তান টাইমস, জি নিউজের।

সে কথার জবাবেই রজার বিনি উল্লেখ করেছেন, ‘তার এভাবে বলাটা উচিত নয়। আইসিসি আমাদের পক্ষ নিচ্ছে, এমনটা মোটেও মনে হয় না আমার। এখানে আইসিসির চোখে সবাই সমান, সে কারণে সেই অভিযোগ ধোপে টিকবে না, অন্য দলগুলোর চেয়ে বেশি কী দেয়া হয় আমাদের? হতে পারে ভারত বিশ্বক্রিকেটের অন্যতম বড় শক্তি, কিন্তু সেজন্য এখানে কোনো বাড়তি সুবিধা পায় না ভারত।’

আফ্রিদি বলেছিলেন, ‘টিভিতেই দেখা গেছে সাকিব এ বিষয়ে (ভেজা মাঠ) কথা বলেছে। দেখাই যাচ্ছিল যে মাঠ ভেজা। আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচের দায়িত্বে ছিল। ক্রিকেট বিশ্ব জানে, তারাই সেরা আম্পায়ারের পুরস্কার পাবেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App