টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

আগের সংবাদ

ফরিদপুর-২ আসন উপনির্বাচন

পরের সংবাদ

ফরিদপুরে ভোটে অনিয়ম হয়নি: সিইসি

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২ , ২:০৯ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ৫, ২০২২ , ৬:১৯ অপরাহ্ণ

ফরিদপুর-২ আসনে উপ নির্বাচনে কোনো ধরনের অনিয়ম না থাকায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

শনিবার (৫ অক্টোবর)  নির্বাচন ভবনে সিসি ক্যামেরা পযবেক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের একথা বলেন সিইসি।

সকাল ৮টা থেকে ফরিদপুর-২ আসনের উপ নির্বাচন চলছে। বিকাল চার টা পযন্ত ইভিএমে ভোট হবে। স্থানীয়ভাবে পযবেক্ষণের পাশাপাশি এ আসনের সবকেন্দ্র ও ভোটকক্ষ মিলিয়ে ১০৫২টি সিসি ক্যামেরায় ভোট দেখছেন সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা।

দুপুরে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের কাছে পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ উপ নির্বাচনে অনিয়ম একেবারেই দেখছি না। খুবই শান্তিপূর্ণভাবে ফরিদপুর উপ-নির্বাচন হচ্ছে।
তবে ভোটার উপস্থিতি তুলনামুলক কম দেখা যাচ্ছে বলে জানান তিনি।

সিইসি বলেন, যেটা আমাদের প্রত্যাশা ছিল, সিসি ক্যামেরায় দেখলাম শান্তিপূর্ণ হচ্ছে। সিসি ক্যামেরায় একটা ইতিবাচক দিক রয়েছে। সিসি ক্যামেরায় ভোট করা নতুন একটি সংযোজন। যেটা নিয়ন্ত্রণ ও ইলেকটরাল গভার্নেন্সকে আরো বিস্তৃত করবে বলে মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়