পিএসএল ড্রাফটে সাকিব-তামিমসহ ৭ বাংলাদেশি

আগের সংবাদ

নির্মাণাধীন ভবনে লার্ভা, কাজ বন্ধ করলেন মেয়র

পরের সংবাদ

প্রচারণায় ইডেনে যাচ্ছে প্রীতিলতা

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২ , ৩:২৬ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ৫, ২০২২ , ৩:২৭ অপরাহ্ণ

উপমহাদেশের আধারবিনাশী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত সিনেমা ‘বীরকন্যা প্রীতিলতা’ মুক্তি পাচ্ছে ১৮ নভেম্বর। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন প্রদীপ ঘোষ।

এ প্রসঙ্গে নির্মাতা প্রদীপ ঘোষ বলেন, ‘সিনেমার দৃশ্য ধারণের কাজ অনেক আগেই শেষ হয়েছে। অল্প কয়েক দিনের মধ্যেই সেন্সরও হবে। সব ঠিকঠাক থাকলে আগামী ১৮ নভেম্বর এটি মুক্তি পাবে বলে আশা করছি।’ এদিকে সিনেমা মুক্তিকে সামনে রেখে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সিনেমার প্রচারণা শুরু করেছেন সিনেমাসংশ্নিষ্টরা।

রবিবার (৬ নভেম্বর) প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিবিজড়িত শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ থেকে শুরু হবে ঢাকায় প্রচার কার্যক্রম। বেলা ১১টায় প্রচার কার্যক্রমের উদ্বোধন করবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংবাদিক আবেদ খান। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মানবাধিকার নেতা অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। ইডেন কলেজ অধ্যক্ষ প্রফেসর সুপ্রিয়া ভট্টাচার্য্য এবং কলেজের সাবেক ভিপি শিক্ষাবিদ এ এন রাশেদা।

প্রচার কার্যক্রমে অংশ নেবেন অভিনয় শিল্পী নুসরাত ইমরোজ তিশা, মনোজ প্রামানিক, সংগীত পরিচালক বাপ্পা মজুমদার ও অন্যন্য কলাকুশলীগণ। সেই সাথে প্রকাশিত হবে চলচ্চিত্রটির প্রথম গান।

অনুষ্ঠানে চলচ্চিত্রের একটি গান প্রকাশিত হবে, যার সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী বাপ্পা মজুমদার। গানের কথা লিখেছেন পরিচালক প্রদীপ ঘোষ। সিনেমায় প্রীতিলতা চরিত্রে অভিনয় করেছেন
নুসরাত ইমরোজ তিশা। বিপ্লবী রামকৃষ্ণের চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে। ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদান পায় সিনেমাটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়