যুদ্ধের কারণে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা হচ্ছে

আগের সংবাদ

বিশ্ব বিজ্ঞান দিবসে রসাটমের কুইজ প্রতিযোগিতা

পরের সংবাদ

টিকিট না পাওয়াদের সুখবর দিল কাতার

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২ , ৩:৫৪ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ৫, ২০২২ , ৩:৫৪ অপরাহ্ণ

বিশ্বকাপের টিকিট না কিনলেও কাতারে ঢুকতে দেয়া হবে ভক্তদের, যেন তারা বিশ্বকাপের আবহটা উপভোগ করতে পারেন। সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই খবর জানিয়েছেন।

কর্নেল ড. জাবের হামুদ জাবের আল নুয়াইমি জানান, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, যেসব ভক্ত এখনো টিকিট কেনেননি, তারা ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হলে কাতারে ঢুকতে পারবেন। আগামী ২ ডিসেম্বর ২০২২ থেকে ভক্তরা এ সুযোগ পাবেন । হায়া কার্ডের জন্য তারা আবেদন করতে পারবেন, যা দিয়ে কাতারে ঢোকা যাবে। নির্ধারিত শর্ত মেনে হায়া প্ল্যাটফর্ম অথবা হায়া মোবাইল অ্যাপের মাধ্যমে ভক্তরা এ সুযোগ পাবেন।

কাতারে আগামী ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করছে কাতার। আশা করা হচ্ছে, বিশ্বকাপ উপলক্ষ্যে আগামী দুই মাসে কমপক্ষে ১৭ লাখ পর্যটক কাতারে যাবে। এই বিশাল অংকের মানুষের আগমন ফলে তাদের সুরক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করতে হচ্ছে কাতারকে।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়