প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২ , ১১:৪০ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ৫, ২০২২ , ১১:৪০ অপরাহ্ণ
শনিবার বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে যুবলীগের হামলার শিকার হন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় পাল্টা হামলা করে বিএনপি নেতাকর্মীরাও। ছবি: ভোরের কাগজ
বরিশালের গৌরনদীতে ইশরাকসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন যুবলীগ নেতা মো. রাসেল রাঢ়ি। এর মধ্যে সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, যুবলীগের নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয়ে আসবাবপত্র ভাঙচুর ও যুবলীগ নেতাকর্মীদের পিটিয়ে আহত করার ঘটনায় মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রাসেল রাঢ়ি বাদী হয়ে শনিবার রাত সাড়ে নয়টার দিকে মামলা দায়ের করেছেন। এতে ইশরাক হোসেনকে প্রধান আসামি করে বিএনপির ৭০ জন নেতাকর্মীর নাম উল্লেখ এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ইশরাক হোসেনের সফরসঙ্গী বরগুনার বিএনপি নেতা মনিরুল ইসলাম, পাথরঘাটার বিএনপি নেতা পলাশ হোসেন এবং ভোলার বিএনপি নেতা সফি উদ্দিন রয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।