×

সাহিত্য

মাইকেলের জন্মস্থান সাগরদাঁড়িতে বিএসএমএমইউয়ের ভিসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২, ০৮:২৭ পিএম

মাইকেলের জন্মস্থান সাগরদাঁড়িতে বিএসএমএমইউয়ের ভিসি

শুক্রবার সকালে হেলিকপ্টারযোগে কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়। ছবি: ভোরের কাগজ

মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি পরিদর্শন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারযোগে এই মহাকবির জন্মস্থান সাগরদাঁড়ি পৌঁছাইলে তাকে ফুলেল সংবর্ধনা দেন কেশবপুর উপজেলা কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনুপম সরকার, সাগরদাঁড়ি মধুপল্লীর কাস্টডিয়ান আইরীণ পারভীন।

মধুসূদন দত্তের শৈশবের স্মৃতি বিজড়িত পৈতৃক বাড়ি দেবালয়, মধুসূদন জাদুঘর ও কপোতাক্ষ নদ পাড় ঘুরে ঘুরে দেখেন তিনি। মধুপল্লীর নান্দনিক সৌন্দর্য ও মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করেন উপাচার্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App