×

আন্তর্জাতিক

পুতিনকে ঋষির হুঁশিয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২, ০৯:০০ পিএম

পুতিনকে ঋষির হুঁশিয়ারি

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ছবি সংগৃহীত

পুতিনকে ঋষির হুঁশিয়ারি

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ছবি সংগৃহীত

বেলারুশের পরিস্থিতি নিয়ে শুক্রবার (৪ অক্টোবর) আলোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতায়ুজ মোরাভিয়েস্কি। সেইসঙ্গে এই দুই নেতা রাশিয়াকে একটি কড়া বার্তা অব্যাহত পাঠানোর প্রয়োজনীয়তার বিষয়ে সম্মত হয়েছেন। বার্তাটি হচ্ছে- রাশিয়ার হুমকি কাজ করবে না। সুনাকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর আল-জাজিরার।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনে সুনাক মাতায়ুজকে বলেছেন পূর্বদিক জুড়ে প্রতিরোধ প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাজ্য তার বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করেছে। পাশাপাশি বাল্টিক অঞ্চলে যৌথ অভিযান বাহিনীর সঙ্গে তৎপরতা বৃদ্ধি করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, উভয় নেতাই পুতিনকে একটি অব্যাহত শক্তিশালী বার্তা পাঠানোর বিষয়ে একমত হয়েছেন যে ভয় দেখিয়ে কোনো কাজ হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App