×

খেলা

লিটনকে প্রশংসায় ভাসালেন উথাপ্পা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ০৮:৩১ পিএম

লিটনকে প্রশংসায় ভাসালেন উথাপ্পা

রবিন উথাপ্পা

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে ৫ রানের জন্য জয় পায়নি বাংলাদেশ। তা সত্ত্বেও প্রশংসা কুড়িয়েছে লিটন দাসের ব্যাটিং। ২৭ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলে দুর্ভাগ্যবশত রান আউট হন তিনি। দারুণ পারফর্ম্যান্সের জন্য ম্যাচ শেষে লিটনকে প্রশংসায় ভাসান ভারতের সাবেক ব্যাটার রবিন উথাপ্পা।

১৮৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে লিটনের ব্যাটে জয়ের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। প্রথম ৭ ওভারের উইকেট না হারিয়ে ৬৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। এ সময় নামে ঝুম বৃষ্টি। বৃষ্টি শেষে ১৫ ওভারে ১৫১ রানের টার্গেট পায় বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৫ রানে হেরে যায় বাংলাদেশ।

ম্যাচ শেষে ইএসপিএন ক্রিকেইনফো’র এক অনষ্ঠানে উথাপ্পা বলেন, লিটনের ব্যাটিংয়ে দারুণ ব্যাপার ছিলো সে শুধু তুলে মারতে যায়নি। সে বলের লাইনে শট খেলার চেষ্টা করেছে। পিচে অনেক বাউন্স ছিল সে তার সর্বোচ্চ সুবিধা কাজে লাগিয়েছে। সে সেইসব জায়গাতে শট খেলেছে যেখানে ৩০ গজ বৃত্তের ভেতরে ছিল ফিল্ডাররা। অনেকটা সূর্যকুমারের মতো। সূর্য এই কাজটা খুব ভালো করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App