×

খেলা

ফেক ফিল্ডিং নিয়ে অভিযোগ করবে বিসিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ০৫:৫০ পিএম

ফেক ফিল্ডিং নিয়ে অভিযোগ করবে বিসিবি

ছবি: সংগৃহীত

ফেক ফিল্ডিং ও ভেজা মাঠের বিষয়ে আম্পায়ারের সঙ্গে কথা বললেও সাকিব আল হাসানের অভিযোগ আমলে নেয়া হয়নি। তাই এই বিষয়ে কথা বলবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) অ্যাডিলেডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, এগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। সবকিছু চোখের সামনেই ঘটেছে। একটা ফেক থ্রো (ফিল্ডিং) করা হয়েছিলো। আম্পায়ারকে জানানো হয়েছিলো। কিন্তু বিষয়টি তারা না দেখায় রিভিউ নেননি। মাঠে ও মাঠের বাইরে আম্পায়ার ইরাসমাসের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছে সাকিব।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের এই কর্মকর্তা আরও বলেন, সাকিব ভেজা মাঠ নিয়েও কথা বলেছিলো। সে কিছুটা সময় চেয়েছিলো। মাঠ শুকালে খেলা শুরুর অনুরোধ করেছিলো। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তই তো চূড়ান্ত সিদ্ধান্ত। এসব নিয়ে তর্কে যাওয়ার সুযোগ নেই। শুধু বলতে হবে, খেলবো কী খেলবো না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App