×

সারাদেশ

চেয়ারম্যানে পুরাতনে ভরসা রাখলেন কর্ণফুলীবাসী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ০২:৫৮ পিএম

চেয়ারম্যানে পুরাতনে ভরসা রাখলেন কর্ণফুলীবাসী

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাচনে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি ভোটকেন্দ্রে আনসার ও পুলিশ নিয়োজিত ছিল। এছাড়া বিজিবি মোতায়েন করা হয়।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা উৎসবের আমেজে ভোট দিয়েছেন। পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি কম ছিলো। তবে দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারের সংখ্যাও। ৪৫টি কেন্দ্রের মধ্যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এক হাজার ৩২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফারুক চৌধুরী। তিনি পেয়েছেন ২১ হাজার ২০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী পেয়েছেন ১৯ হাজার ৯৮৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে জুলধা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যাংকার আমির আহমদ (চশমা) ১৮ হাজার ২৩৪ ভোট, যুবলীগের সহ সভাপতি মো. মহিউদ্দিন মুরাদ (উড়োজাহাজ) ১৭ হাজার ১৩ ভোট, মো. আবদুল হালিম (তালা) ৫ হাজার ৭৯৫ ভোট, মহিলা ভাইস চেয়ারম্যান শিকলবাহার সাবেক চেয়ারম্যান আবুল কালাম বকুলের কন্যা ডাক্তার ফারহানা মমতাজ (ফুটবল) ৩৫ হাজার ১৮৪ ভোট, মোমেনা আক্তার (কলস) ২ হাজার ৫৩৫ ভোট, বানাজা বেগম (হাঁস) ২ হাজার ৯০০ ভোট, এবং রানু আকতার (বৈদ্যুতিক পাখা) ৩৯৫ ভোট পেয়েছেন।

সব মিলিয়ে ৫ ইউনিয়নের ৪৫টি কেন্দ্রে ৮২ হাজার ৫৬ ভোট পড়েছে। ওই উপজেলায় মোট ভোট ১ লাখ ১৬ হাজার ৫৭২। বুধবার রাত আটটায় উপজেলা হলরুমে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে সকাল ৮টা ২০ মিনিটে আওয়ামীলীগের প্রার্থী ফারুক চৌধুরী শাহমীরপুর মাদ্রাসার নিজের কেন্দ্রে ভোট প্রদান করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বেসরকারি ভাবে চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফারুক চৌধুরী ২১ হাজার ২০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান আমির আহমদ (চশমা) ১৮ হাজার ২৩৪ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান ডাক্তার ফারহানা মমতাজ (ফুটবল) ৩৫ হাজার ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App