×

অপরাধ

অচেতন ব্যবসায়ীর ১৮ হাজার টাকা উধাও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ০৯:০৬ পিএম

অচেতন ব্যবসায়ীর ১৮ হাজার টাকা উধাও

প্রতিকি ছবি

অচেতন অবস্থায় হাসানুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলিস্তানো উড়াল সড়কের নিচে পড়ে ছিলেন তিনি। হাসানুল ইসলামের কাছ থাকা সাড়ে ১৮ হাজার টাকা পাওয়া যায়নি। তাই অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে এমনটি ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সাজ্জাদ হোসেন জানান, গুলিস্তান উড়াল সড়কের নিচে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। তখন পুলিশ তার মাধ্যমে ওই ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে স্টোমাক ওয়াশ করানো পর কিছুটা সুস্থ্য হলে ভুক্তভোগী হাসানুল ইসলাম জানান, তার বাসা ডেমরা সারুলিয়া এলাকায়। বাবার নাম নুর ইসলাম। এলাকাতে টং দোকান রয়েছে তার।

বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ায় একটি কাজ শেষ করে ঢাকায় ফিরে গুলিস্তানে একটি হোটেলে খাবার খান। এরপরই ধীরে-ধীরে অচেতন হয়ে পড়েন। তার কাছে সাড়ে ১৮ হাজার টাকা ছিলো। সেই টাকা খোয়া গেছে বলে জানান তিনি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া জানান, পথচারী তাকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসার পর তার স্টোমাক ওয়াশ করানো হয়। এরপর তাকে মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App