দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ১৬১ জনের মৃত্যু হলো। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮২ জন। তাদের মধ্যে ঢাকায় ৪৯৮ জন ও ঢাকার বাইরে ৩৮৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশে মোট তিন হাজার ৬৭৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে দুই হাজার ২৭৬ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে চিকিৎসা নিচ্ছেন এক হাজার ৪০০ জন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।