×

সারাদেশ

মুন্সীগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ৩ সমর্থক গুলিবিদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২২, ০৪:১৫ পিএম

মুন্সীগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ৩ সমর্থক গুলিবিদ্ধ

আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মনিরুল হক মিঠুর সমর্থকদের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুব মিয়ার ৩ সমর্থক গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২ নভেম্বর) সকালে ইসমানীর চর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, সোহেল রানা (৩৬), সাইফুল সর্দার (৪৫) ও ফারুক (৩২)। তারা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী হোসেন্দী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াস মোল্লা ও হামলায় আহতদের সাথে কথা বলে জানা যায়, সকাল ৯ টার দিকে ইসমানীর চর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এ সময় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মনিরুল হক মিঠুর সমর্থকরা শর্টগানের গুলি ছুড়লে মোটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুব মিয়ার ৩ সমর্থক গুলিবিদ্ধ হয়। আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডা. কান্তা রানী দাস বলেন, আহত অবস্থায় তিনজন আমাদের হাসপাতালে এসেছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে তারা শর্টগানের গুলিতে বিদ্ধ হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আহতদের নিজের সমর্থক দাবি করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুব মিয়া। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী জানান, এ ধরনের কোন ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App