×

খেলা

ভারতের বিপক্ষে পেরেও পারি না: সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২২, ০৮:০৫ পিএম

ভারতের বিপক্ষে পেরেও পারি না: সাকিব

ছবি: সংগৃহীত

বাংলাদেশ টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘ভারতের বিপক্ষে খেললে এমনই হয়। আমরা জয়ের একদম কাছে চলে যাই। কিন্তু শেষ ধাপটা পার হয়েও পার হতে পারি না। ম্যাচটা দুই দলই উপভোগ করেছে। আমরা যেমনটা চেয়েছিলাম তেমনেই একটা ম্যাচ হয়েছে। তবে খেলার নিয়মই তো এমন, একদল জিতবে একদল হারবে।’

বুধবার (২ নভেম্বর) ভারতের কাছে হেরে গিয়ে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। এর আগে অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে লড়াই করে ৫ রানে হেরে গেছে বাংলাদেশ।

ব্যাট হাতে লিটন দাস প্রসঙ্গে সাকিব বলেন, ‘লিটন আমাদের সেরা ব্যাটার। পাওয়ার প্লেতে ওর ব্যাটিং আমাদের মোমেন্টাম দিয়েছিল। রান তাড়া করতে পারবো এই বিশ্বাস দিয়েছিল।’

বাংলাদেশ বোলিং নিয়ে তিনি বলেন, ‘ভারতের টপ অর্ডারের চার ব্যাটার খুবই ভয়ঙ্কর। আমরা সেজন্য আক্রমণ করতে চেয়েছিলাম। শুরুতে উইকেট নিতে চেয়েছিলাম। সেজন্য তাসকিনকে শুরুতে ৪ ওভার বোলিং করাই। দূভাগ্য সে উইকেট পায়নি। তবে দুর্দান্ত বোলিং করেছে। আমরা নির্ভারই আছি। শেষ ম্যাচে মনোযোগ রাখছি।’

প্রসঙ্গত, ২০১৫ বিশ্বকাপের নকআউটে, ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে, ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে, একই বছরের নিদাহাস ট্রফির ফাইনাল কিংবা অ্যাডিলেডের এই ম্যাচে (বুধবার) একই রকম। জয়ের লক্ষ্যে ১৮৪ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে গিয়ে বাংলাদেশ থামে ১৬ ওভারে ৬ উইকেটে ১৪৫ রানে। ফলাফল ৫ রানে হেরে গেছে বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App