×

জাতীয়

পর্যবেক্ষক রাখা হবে কিনা জানতে চায় কানাডা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২২, ০১:০৬ পিএম

পর্যবেক্ষক রাখা হবে কিনা জানতে চায় কানাডা

আইনমন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক রাখা হবে কিনা জানতে চেয়েছেন কানাডার হাই কমিশনার লিলি নিকোলস। মঙ্গলবার (২ নভেম্বর) সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে কথা বলেন তিনি।

পরে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, গত বছর বাংলাদেশে নিযুক্ত হয়েছেন কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকোলস, কিন্তু আমার সঙ্গে এই প্রথম বার দেখা করেছেন। সৌজন্য সাক্ষাতে নির্বাচন ইস্যুতেও আলোচনা হয়। এসময় কানাডিয়ান হাইকমিশনার জানতে চান যে আগামী নির্বাচনে পর্যবেক্ষক ‘অ্যালাউ’ করা হবে কিনা?

জবাবে তিনি বলেছেন, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নিবেন। নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু নির্বাচন করা। সেখানে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। বাংলাদেশে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করতে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর।

বৈঠকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং ডাটা প্রটেকশন অ্যাক্ট নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে হাই কমিশনারকে আইনমন্ত্রী জানান, এ আইনের খসড়া প্রণয়নের ব্যাপারে অংশিজনদের সঙ্গে একবার সভা হয়েছে। আরো ২-৩ বার সভা হবে। ডাটা নিয়ন্ত্রণ করার জন্য এ আইন করা হবে না, ডাটা সুরক্ষার জন্য করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App