×

জাতীয়

তদন্ত প্রতিবেদন যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২২, ০৬:২৯ পিএম

গাইবান্ধা-৫ আসনের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে, এ প্রতিবেদন সম্পর্কে যথাসময়ে গণমাধ্যমকে অবহিত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌর ভোট উপলক্ষে সিসি টিভি মনিটরিং সেল পর্যবেক্ষণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তদন্ত প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা তদন্ত রিপোর্ট হাতে পেয়েছি এটা সত্য। রিপোর্ট নিয়ে কোনও সিদ্ধান্তে উপনীত হই নাই, আমরা বসতে পারি নাই। তদন্ত রিপোর্ট সম্পর্কে আপনাদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

গাইবান্ধা-৫ উপনির্বাচনে ভোটকেন্দ্রের অনিয়মের ঘটনায় নির্বাচন কমিশন গঠিত তদন্ত কমিটি গত ২৭ অক্টোবর প্রতিবেদন জমা দিয়েছে। ইসির বেঁধে দেওয়া বর্ধিত সময়ের শেষ দিন সন্ধ্যায় ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের নেতৃত্বে কমিটি ইসি সচিবের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। প্রায় ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এর মধ্যে সুপারিশসহ ৫০ পৃষ্ঠার মূল প্রতিবেদন এবং বাকি সাড়ে ৫শ পৃষ্ঠায় সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে।

এদিকে বুধবার (২ নভেম্বর) অনুষ্ঠিত দেশের বেশ কয়েকটি জায়গায় স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের ভোটে নির্বাচন কমিশনের (ইসি) চোখে কোনও অনিয়ম ধরা পড়েনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, এখন পর্যন্ত নিয়ম অনুসরণ করেই সবাই ভোট দিচ্ছেন। কোন অনিয়মের খবর নেই বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App