আ. লীগের চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে সম্মেলন শুরু ৪ নভেম্বর

আগের সংবাদ

ইমরানের আন্দোলনের প্রেরণা বঙ্গবন্ধু ও বাংলাদেশ

পরের সংবাদ

১৬ ওভারে বাংলাদেশের লক্ষ্য ১৫১ (স্কোর ৮৬/২, ৯.৪ ওভার)

প্রকাশিত: নভেম্বর ২, ২০২২ , ৫:২২ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২, ২০২২ , ৫:৪০ অপরাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে ভারতের ১৮৫ রান তাড়া করতে নেমে ভালো শুরু করে বাংলাদেশ। এরপর ৭ ওভার যেতেই নামে বৃষ্টি। বিনা উইকেটে ৬৬ রান করে বাংলাদেশ। খেলা বন্ধ থাকার পরে আবার শুরু হয়েছে। ১৬ ওভারে বাংলাদেশের লক্ষ্য এখন ১৫১ রান। ৯ ওভারে বাংলাদেশের দরকার ৮৫ রান

এই লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভার, তথা ম্যাচের ৮ম ওভারেই দুর্ভাগ্যজনক রানআউট হয়ে গেলেন লিটন দাস।

২৬ বলে ৫৯ রান নিয়ে বৃষ্টির পর খেলতে নামেন লিটন। ৮ম ওভারের প্রথম বলে অশ্বিনের কাছ থেকে ১ রান নেন তিনি। দ্বিতীয় বলে নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় রান নিতে গিয়েই বিপদে ফেলে দেন লিটনকে। তবে দুর্ভাগ্য লিটনের, লোকেশ রাহুলের সরাসরি থ্রো গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে। ৬০ রানে রানআউট হয়ে গেলেন লিটন।  এরপর সাজ ঘরে ফেরেন শান্ত (২১)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯.৪ ওভারে ২ উইকেটে ৮৬ রান।

 

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়