ভারতের বিপক্ষে পেরেও পারি না: সাকিব

আগের সংবাদ

নয়া পল্টনে বিচারপতি মানিকের গাড়িতে হামলা

পরের সংবাদ

হাসপাতালে রেকর্ড ১০৯৪ ডেঙ্গুরোগী, মৃত্যু ৪

প্রকাশিত: নভেম্বর ২, ২০২২ , ৮:১৩ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২, ২০২২ , ৮:১৯ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও এক হাজার ৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছরে একদিনে এটিই সর্বোচ্চ রেকর্ড। একই সময়ে মৃত্যু হয়েছে আরও চারজনের। এ নিয়ে চলতি বছর ১৫২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঢাকায় নতুন ভর্তি রোগী ৬০০ জন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি ৯২ জন রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে। এরপর ৭২ জন বরিশাল বিভাগে। নতুন রোগীদের নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি আছে ৩ হাজার ৭৫০ জন। এর মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ৩৩২ জন। ঢাকার বাইরে ১ হাজার ৪১৮ জন।

গত এক সপ্তাহে (২৮-০২ অক্টোবর) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫ হাজার ৫৫ জন। মৃত্যু হয়ে ২৯ জনের। অর্থাৎ গড়ে প্রতি হাসপাতালে ভর্তি ৭৬৫ জন। মৃত্যু চার জনের বেশি। চলতি বছরে এ পর্যন্ত ৪০ হাজার ১০১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অক্টোবরের ৩১ দিনে হাসপাতালে ভর্তি হয় ২১ হাজার ৯৩২ জন। মারা যায় ৮৬ জন।

হাসপাতালে ভর্তি ও মৃত্যুর মোট এ সংখ্যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে দেশে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০২১ সালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়