ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের বর্তমান প্রেস মিনিস্টার শাবান মাহমুদকে একইপদে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদশিক নিয়োগ শাখার উপসচিব মোহা. রফিকুল ইসলাম সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ভারতের নয়াদিল্লি বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োজিত শাবান মাহমুদকে তাঁর বর্তমান চুক্তির ধারাবাহিকতায় আগামী ২২ নভেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদী পুনরায় একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।