উইঘুরদের নির্যাতনের বিরুদ্ধে ৫০ দেশ

আগের সংবাদ

শতাধিক উপজেলা-পৌরসভা-ইউপিতে চলছে ভোট

পরের সংবাদ

বিচারকের সামনে গলা কেটে হত্যার হুমকি

প্রকাশিত: নভেম্বর ২, ২০২২ , ৯:১০ পূর্বাহ্ণ আপডেট: নভেম্বর ২, ২০২২ , ৯:১৪ পূর্বাহ্ণ

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় আদালতে বিচারকের সামনে সাক্ষ্যগ্রহণের সময় সাক্ষীকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছেন এক আসামি।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুনের আদালতে এ ঘটনা ঘটে।

বিষয়টি আমলে নিয়ে আসামি ও তার আইনজীবীকে সতর্ক করেছেন আদালত।

ঘটনা প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফরিদুল আলম বলেন, হামিদ মাঝি ও নূরে আলম নামে দু’জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। নূরে আলম যখন সাক্ষ্য দিতে প্রস্তুতি নিচ্ছিলেন, তখন এক আসামি তাকে গলা কেটে হত্যার হুমকি দেন। আইনি জটিলতার কারণে আসামির নাম প্রকাশ করা যাচ্ছে না।

এ নিয়ে গত দু’দিনে এই মামলায় তিন সাক্ষী আদালতে সাক্ষ্য দিলেন। এর আগে সোমবার মামলার বাদী ও এক নম্বর সাক্ষী নিহত মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবউল্লাহ সাক্ষ্য দিয়েছিলেন।

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহ ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুপালংয়ে নিজ সংগঠনের কার্যালয়ে মুখোশধারী বন্দুকধারীদের গুলিতে নিহত হন। এর পরদিন তার ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়