×

সারাদেশ

পদ্মায় মিলছে বড় বড় পাঙাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২২, ০৪:২১ পিএম

পদ্মায় মিলছে বড় বড় পাঙাশ

পাঙাশ সরবরাহ করতে অনেকেই ছুটে আসছেন ঘাটে

চাঁদপুরের মাছঘাটে বৃদ্ধি পেয়েছে পাঙাশ মাছের আমদানি। বড় আকারের এসব পাঙাশ সরবরাহ করতে অনেকেই ছুটে আসছেন ঘাটে। জেলেরা জানাচ্ছেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় আশানুরূপ ইলিশের দেখা না মিলছে না তবে পাঙাশ মাছ ধরা পড়ছে প্রচুর।

পদ্মা-মেঘনা নদীর এসব বড় আকারের পাঙাশ বিক্রি হচ্ছে চাঁদপুর বড় স্টেশন মাছঘাট এবং জেলার ছোট বড় বিভিন্ন মৎস্য আড়তে। অন্যদিকে বড় বড় এসব মাছ কিনতে ক্রেতারাও ছুটে আসছেন ঘাটে।

আড়ৎদারদের দাবি, পদ্মা-মেঘনার মিঠা পানির পাঙাশ শুধু চাঁদপুরে নয়, পুরো দেশেই রয়েছে এর ব্যাপক চাহিদা।

ঘাটের আড়ৎদার সাইফুল্লাহ জানান, গড়ে ৫০ থেকে ৮০ মণ পাঙাশ মাছ ঘাটে সরবরাহ হচ্ছে। ওজনে বেশি হওয়ায় একাধিক ক্রেতা একত্রিত হয়ে এসব মাছ কিনে নিচ্ছেন।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক বলেন, চাঁদপুরের পদ্মা-মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা থাকায় জেলেরা জাল ফেলতে পারেনি। মিঠা পানির মাছ হওয়ায় ইলিশের পাশাপাশি চাঁদপুরের পাঙাশের ব্যাপক চাহিদা রয়েছে। তাই জেলার চাহিদা পূরণ করে এসব পাঙাশ পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App