×

খেলা

আফগানদের ৬ উইকেটে হারালো শ্রীলঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২২, ০১:২৯ পিএম

আফগানদের ৬ উইকেটে হারালো শ্রীলঙ্কা

ছবি: এএফপি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আফগানদের ছয় উইকেটে হারিয়েছে লঙ্কানরা। আফগানিস্তানের দেয়া ১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় শ্রীলঙ্কা। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করার পরও শেষদিকে ভালো করতে পারেনি নবির দল। তারপরও নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে আফগানরা। জবাবে ১৮.৩ ওভারে শ্রীলঙ্কা লক্ষ্যে পৌঁছে গেছে ৬ উইকেট হাতে রেখেই।পাওয়ার প্লেতে বিনা উইকেটেই নবির দলের সংগ্রহ ছিল ৪২ রান। এরপর রাহমানুল্লাহ গুরবাজকে ফেরান লাহিরু কুমারা। ২৪ বলে ২৮ রান করেন গুরবাজ। ১০ ওভারের চা বিরতি থেকে ফিরেই ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকার উসমান ঘানি; ২৭ বলে ২৭ করেন এই ওপেনার। দলীয় ৯০ রানের সময় ২২ রানে ফিরে যান ইব্রাহিম জাদরান। নাজিবুল্লাহ জাদরানের ব্যাট থেকে আসে ১৮ রান।এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। ১২ করে রানআউটের ফাঁদে পড়েন গুলবাদিন নাইব। অধিনায়ক মোহাম্মদ নবির ব্যাট থেকে আসে ১৩ রান। রশিদ ফিরেছেন ৯ রানে। মাত্র ১৩ রানে ৩ উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২ উইকেট পান লাহিরু কুমারা। বোলিং করতে এসে দ্বিতীয় ওভারেই পাথুম নিসাঙ্কাকে তুলে নিয়ে আশার পালে জোর হাওয়া দিয়েছিল আফগানরা। এরপর ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। দলীয় ৪২ রানে কুশল মেন্ডিস ফিরলেও ধনঞ্জয়া ডি সিলভা খেলেন ৬৬ রানের অপরাজিত ইনিংস। মূলত তার এই ইনিংসের ওপর ভিত্তি করেই শ্রীলঙ্কা তুলে নেয় ৬ উইকেটের জয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App