×

আন্তর্জাতিক

গ্রিস উপকূলে নৌকাডুবি, বহু নিখোঁজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২২, ০৮:৩৪ পিএম

গ্রিস উপকূলে নৌকাডুবি, বহু নিখোঁজ

ফাইল ছবি

গ্রিসের ইভিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নয়জনকে উদ্ধার করেছে গ্রিসের কোস্ট গার্ড। এখনো অনেক লোক নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১ নভেম্বর) ভোরে নৌকাটি ডুবে যায়। খবর রয়টার্সের।

যাদের উদ্ধার করা হয়েছে তারা জানিয়েছেন, নৌকাটিতে ৬৮ জন ছিলেন।

গ্রিসের কোস্ট গার্ড জানায়, তাদের একটি জাহাজ, একটি হেলিকপ্টার এবং ঘটনাস্থলের কাছে থাকা দুটি নৌকা ঝড়ো হাওয়ার মধ্যেই উদ্ধারকাজ শুরু করে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।

২০১৫ এবং ২০১৬ সালে ইউরোপমুখী অভিবাসন প্রত্যাশীদের ঢল নামায় সংকট সৃষ্টি হয়েছিল। ওই সময় গ্রিস সংকটের একেবারে সামনের সারিতে ছিল। যুদ্ধ ও দারিদ্র্য কবলিত সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে পালিয়ে প্রায় ১০ লাখ শরণার্থী তখন তুরস্ক হয়ে গ্রিসে গিয়েছিলো। তারপর থেকে অভিবাসন প্রত্যাশীদের চাপ কমতে শুরু করে।

গ্রিসের কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি তাদের দ্বীপগুলো ও তুরস্কের সঙ্গে থাকা স্থল সীমান্ত দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করতে থাকা অভিবাসন প্রত্যাশীদের চাপ ফের বেড়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App