নিউজিল্যান্ডকে ১৮০ রানের টার্গেট ইংল্যান্ডের

আগের সংবাদ

বিমানের ব্যবস্থাপনায় সহায়তা করবে জাপান

পরের সংবাদ

ডেঙ্গু

অক্টোবরে রেকর্ড ৮৬ মৃত্যু, হাসপাতালে ২১৯৩২

প্রকাশিত: নভেম্বর ১, ২০২২ , ৩:৪৭ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১, ২০২২ , ৩:৪৭ অপরাহ্ণ
ডেঙ্গু

ডেঙ্গু আক্রান্ত হয়ে অক্টোবরে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৯৩২ জন। এই সময়ে ডেঙ্গুতে রেকর্ড ৮৬ জনের মৃত্যু হয়েছে, যা সেপ্টেম্বরের তুলনায় দ্বিগুণেরও বেশি।

মঙ্গলবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়, সেপ্টেম্বরে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল নয় হাজার ৯১১ জন। ওই মাসে ৩৪ জনের মৃত্যু হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এবছর ডেঙ্গুজ্বরে এখন পর্যন্ত ১৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরে মারা গেছেন ৮৬ জন। এর আগের মাস সেপ্টেম্বরে মারা গেছেন ৩৪ জন। আগস্টে মারা গেছেন ১১ জন। গত জুন মাসে একজন ও জুলাইয়ে নয় জনের মৃত্যু হয়।

চলতি বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ২৪ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২৬ হাজার ৬২৩ জন। ঢাকার বাইরে ভর্তি হন ১২ হাজার আটজন ডেঙ্গু রোগী।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়