×

জাতীয়

হাইকোর্টে মহিলা দল নেত্রী স্মৃতির জামিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ০৩:৪৯ পিএম

হাইকোর্টে মহিলা দল নেত্রী স্মৃতির জামিন

সোনিয়া আক্তার স্মৃতি। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় রাজবাড়ী মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে জামিন দিয়েছে হাইকোর্ট।

সোমবার (৩১ অক্টোবর) বিচারপতি সাহেদ নুর উদ্দিন ও মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ৪ অক্টোবর মধ্যরাতে রাজবাড়ী পৌরসভার বেড়াডাঙ্গা এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় সোনিয়া আক্তার স্মৃতিকে (৩৫)। স্মৃতি জেলা মহিলা দলের সদস্য ও রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা।

৫ অক্টোবর সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. সামসুল আরেফিন চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে তার নামে সদর থানায় মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, স্মৃতি উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রীর সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য ফেসবুকে প্রচার করেন। তাকে আদালতে তোলা হলে বিচারক জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App