×

জাতীয়

সংসদে যাচ্ছে জাতীয় পার্টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ০২:৪৪ পিএম

উত্তাপের পর সংসদে যাচ্ছে জাতীয় পার্টি। সোমবার (৩১ অক্টোবর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর আশ্বাসে সংসদে বসবে দলটি।

রবিবার (৩০ অক্টোবর) রওশন এরশাদের পরিবর্তে জিএম কাদেরকে বিরোধী দলের নেতা করার বিষয়ে স্পিকারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় পার্টি।

গত ৩ সেপ্টেম্বর রওশন এরশাদকে সরিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধী দলের নেতা করার জন্য স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে লিখিত প্রস্তাব দিয়েছিলো জাতীয় পার্টির সংসদীয় দল।

কিন্তু প্রায় দুই মাস পার হলেও স্পিকারের কোনো বক্তব্য না আসায় এমন হঠকারী সিদ্ধান্ত নিয়ে বসেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা। এরই পরিপ্রেক্ষিতে স্পিকার তাদের সঙ্গে বৈঠকে বসেন এবং বিষয়টি নিয়ে ভেবে দেখা হবে বলে আশ্বাস দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App