×

জাতীয়

সংবাদের সংশোধনী...

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ০৬:২৬ পিএম

সংবাদের সংশোধনী...
গতকাল রবিবার গুলশানের হোটেল সিক্স সিজনে জাতিসংঘ বাংলাদেশের আয়োজনে জলবায়ু পরিবর্তনে মানবাধিকারের প্রচার ও সুরক্ষার জন্য বিশেষ র‌্যাপোর্টারের সুপারিশ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিশ্ব জীববৈচিত্র কমিশনের সদস্য, জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করে নাগরিক সমাজের প্রতিনিধি, জাতিসংঘের জলবায়ুবিষয়ক সংস্থা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, উন্নয়ন অংশীদার এবং গণমাধ্যম ব্যাক্তিত্বসহ প্রায় ৪০ জনেরও বেশি জলবায়ু বিশেষজ্ঞ অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। যদিও ভোরের কাগজের সোমবারের ছাপা কাগজে ‘জলবায়ু সম্মেলনের বৈঠকে বক্তারা, সবার মানবাধিকার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ’ শীর্ষক প্রতিবেদনে অনুষ্ঠান সঞ্চালকের জায়গায় সেন্টার ফর পলিসি ডায়ালগের ফাহমিদা খাতুনের নাম উল্লেখ করা হয়। যা সঠিক ছিল না। প্রকৃতপক্ষে সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন অনুষ্ঠানে আলোচক হিসেবে তার বক্তব্য উপস্থাপন করেন। অনাকাঙিক্ষত এই ভুলের জন্য ভোরের কাগজ কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App