×

অর্থনীতি

৮৫৭১ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ১২:৪২ পিএম

৮৫৭১ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)

গত অর্থ বছরে আট হাজার ৫৭১ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এক বছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৬২ দশ‌মিক ৩২ শতাংশ বা তিন হাজার ২৯১টি। সংস্থাটির ২০২১-২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগের অর্থ বছরে সন্দেহজনক লেনদেন হয়েছে পাঁচ হাজার ২৮০ কোটি টাকার।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত ওই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা জানিয়েছে সংস্থাটি। একই সময়ে বেড়েছে ই-কমার্স জালিয়াতি। তবে এই সময়ে ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে কর ফাঁকি বন্ধ করা সম্ভব হয়েছে।

গত অর্থ বছরে সন্ত্রাস ও জঙ্গি অর্থায়ন বন্ধে পুলিশ, গোয়েন্দা, জাতীয় রাজস্ব বোর্ডসহ সরকারি বিভিন্ন সংস্থাকে ৮৩৩টি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বিএফআইইউ। তবে কতটুকু তথ্য দিয়েছে, সেই বিষয়ে কিছুই বলেনি সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App