×

আন্তর্জাতিক

কিয়েভসহ অন্যান্য অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ০১:৫৪ পিএম

কিয়েভসহ অন্যান্য অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিয়েভ ছাড়াও ইউক্রেনের অন্যান্য অঞ্চলেও রুশ ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।

সোমবার (৩১ অক্টোবর) সকাল থেকেই ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী। সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একইসময়ে ইউক্রেনের উত্তর, পূর্ব ও মধ্য ইউক্রেনীয় এলাকাগুলোর আঞ্চলিক কর্তৃপক্ষও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে। খবর রয়টার্সের।

সম্প্রতি ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়া। মূলত ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম রেল ও সড়ক সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিশোধ হিসেবে গত ৮ অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক ও অবকাঠামোগুলোতে হামলা শুরু করে রাশিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App