আয়ারল্যান্ডকে ৪২ রানে হারালো অস্ট্রেলিয়া

আগের সংবাদ

বিডা’র অনলাইনে যুক্ত হলো ৫ নতুন সেবা

পরের সংবাদ

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৭৩

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২ , ৫:৪২ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ৩১, ২০২২ , ৫:৪২ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৮৭৩ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৭৩ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৪৫ জন এবং ঢাকার বাইরের ৩২৮ জন। নতুন আক্রান্তসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৫৮৪ জনে।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৮ হাজার ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৪ হাজার ২৯৯ জন। ডেঙ্গুতে মোট ১৪১ জনের মৃত্যু হয়েছে।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়