×

জাতীয়

সংসদে যাবে না জাতীয় পার্টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ১১:৪৬ পিএম

সংসদে যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। রওশন এরশাদের পরিবর্তে জিএম কাদেরকে বিরোধী দলের নেতা করার বিষয়ে স্পিকারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ অবস্থান অটুট থাকবে তাদের।

রবিবার (৩০ অক্টোবর) বিকেলে জাতীয় পার্টির (জাপা) সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা জিএম কাদেরকে বিরোধী দলের নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত জাতীয় পার্টির সংসদ সদস্যরা জাতীয় সংসদে যাবেন না। বিরোধী দলের উপনেতার কার্যালয়ে জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের সংসদীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App