×

খেলা

জিম্বাবুয়ের সামনে ১৫১ রানের টার্গেট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ১০:৪৫ এএম

জিম্বাবুয়ের সামনে ১৫১ রানের টার্গেট

ইয়াসির রাব্বি

মোসাদ্দেক ও নুরুল হাসান আউট হয়েছেন। তাদের ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ৭ ও ১ রান। ব্যাটিংয়ে আফিফের সঙ্গে মাঠে ছিলেন ইয়াসির রাব্বি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ- ১৫০/৬ (২০)। জিম্বাবুয়ের সামনে এখন ১৫১ রানের টার্গেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। বাংলাদেশ দলে একটি পরিবর্তন রয়েছে। মেহেদী হাসান মিরাজের বদলে নেমেছেন ইয়াসির আলী রাব্বি।

টস জেতার পর ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে সাকিব বললেন, আমরা ব্যাট করবো। খুব শুষ্ক উইকেট ও বোর্ডে রান তোলা নিয়ে সবসময় আমরা ইতিবাচক। দুই দলের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ ও জিম্বাবুয়ের বিপক্ষে জিততে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। তারা পাকিস্তানের বিপক্ষে জিতে উজ্জীবিত এবং আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।

বাংলাদেশ একাদশ নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ ওয়েসলি মাধেভেরে, ক্রেইগ আরভিন (অধিনায়ক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটকিপার), মিল্টন শুম্বা, রায়ান বার্ল, তেন্দাই চাতারা, রিচার্ড এনগারাভা, ব্র্যাড ইভান্স, ব্লেসিং মুজারাবানি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App