উত্তপ্ত রাজপথে পাল্টাপাল্টি শোডাউন

আগের সংবাদ

কৃষ্ণসাগরে শস্য রপ্তানির চুক্তি করবে না রাশিয়া

পরের সংবাদ

দক্ষিণ কোরিয়া

হ্যালোইনে নিহত বেড়ে ১৫১

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২ , ৯:০০ পূর্বাহ্ণ আপডেট: অক্টোবর ৩০, ২০২২ , ৯:০০ পূর্বাহ্ণ

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবের প্রচণ্ড ভিড়ে পিষ্ট হয়ে নিহত বেড়ে ১৫১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৯ হন বিদেশি নাগরিকও রয়েছেন। এছাড়া, আহত হয়েছেন আরও ৮১ জন।

শনিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টার দিকে সিউলের ইওংসানগুয়ের ইটাওনে হ্যালোইন পার্টিতে কয়েক লাখ লোক জড়ো হয়েছিলেন। কোভিড-১৯ মহামারির মধ্যে মাস্ক ও সামাজিক দূরত্বের ব্যবস্থা ছাড়াই হ্যালোইন উইকেন্ড উদযাপন করতে প্রায় কয়েক লাখ মানুষ সেখানে ভিড় করেন। খবর বিবিসির।

এর আগে হ্যালোইনে আহতের সংখ্যা ছিলো ১৫০ জন। নতুন করে ৮১ জন আহত হওয়ায় এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৩১ জনে।

আরও পড়ুন: হ্যালোইনের বিশাল ভিড়ে মৃত্যু ১৪৬, আহত ১৫০

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল বলেন, হ্যালোইন উৎসবের প্রচণ্ড ভিড়ে পিষ্ট হয়ে নিহতের খবর ‘মর্মান্তিক এবং পীড়াদায়ক। শনিবার রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনা ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে সাধ্যমতো চেষ্টা করে চলেছি। তাদের জীবন রক্ষা ও নিরাপত্তার এই দায়িত্ব এড়িয়ে যেতে পারি না।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়