×

আন্তর্জাতিক

সোমালিয়ায় জোড়া গাড়িবোমা হামলায় নিহত ১০০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ১২:২১ পিএম

সোমালিয়ায় জোড়া গাড়িবোমা হামলায় নিহত ১০০

সোমালিয়ার মোগাদিসুতে জোড়া গাড়িবোমা হামলায় ১০০ জন নিহত হন। ছবি: আল জাজিরা

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে জোড়া গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ১০০ জন। অপরদিকে, আহত হয়েছেন আরও ৩০০ জন। এ খবর নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ।

মোহামুদ হামলার জন্য আল-শাবাব সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করে রবিবার (৩০ অক্টোবর) সাংবাদিকদের বলেছেন, তিনি আশঙ্কা করছেন, জোড়া বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বাড়বে। খবর রয়টার্স ও আল জাজিরার।

বিস্ফোরণস্থল পরিদর্শনের পর মোহামুদ বলেন, ‘আমাদের মানুষকে তারা হত্যা করেছে। তাদের কেউ সন্তানদের কোলে নিয়ে থাকা মা, কেউ পড়াশোনা করতে আসা, কেউ আবার ব্যবসায়ী। যারা তাদের পরিবারের জীবিকার জন্য লড়াই করছিলেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App