×

আন্তর্জাতিক

হ্যালোইনের বিশাল ভিড়ে মৃত্যু ১৪৬, আহত ১৫০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ১০:৪০ পিএম

হ্যালোইনের বিশাল ভিড়ে মৃত্যু ১৪৬, আহত ১৫০

হ্যালোইন উদযাপন উপলক্ষে ওই এলাকায় লাখো মানুষ জমায়েত হয়।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবের প্রচণ্ড ভিড়ে পিষ্ট হয়ে ১৪৬ জন নিহত হযেছেন। আহত হয়েছেন আরও ১৫০ জন। খবর বিবিসির

শনিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টার দিকে সিউলের ইওংসানগুয়ের ইটাওনে হ্যালোইন পার্টিতে কয়েক লাখ লোক জড়ো হয়েছিল। কোভিড-১৯ মহামারির মধ্যে মাস্ক ও সামাজিক দূরত্বের ব্যবস্থা ছাড়াই হ্যালোইন উইকেন্ড উদযাপন করতে প্রায় কয়েক লাখ মানুষ সেখানে ভিড় করেন।

করোনা মহামারির পর প্রথমবারের মতো সেখানে মাস্ক ছাড়াই উন্মুক্ত স্থানে হ্যালোইন উৎসব চলছে। এ উপলক্ষে একটি জনপ্রিয় নৈশকেন্দ্র এলাকায় লাখো মানুষ জমায়েত হয়।

সিউলের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের প্রধান, চোই সেওং-বিওম বলেন, জরুরি কাজে নিয়জিত কর্মীরা এখনো আহতদের হাসপাতালে নিতে ব্যস্ত সময় পার করছে তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App