×

চিত্র বিচিত্র

ভেড়া জড়িয়ে ধরা দিবস আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ০৪:২৭ পিএম

ভেড়া জড়িয়ে ধরা দিবস আজ

ফাইল ছবি

প্রতি বছরের অক্টোবর মাসের শেষ শনিবারকে ভেড়া জড়িয়ে ধরা দিবস হিসেবে পালন করা হয়। সেই হিসেবে আজ ২৯ অক্টোবর ভেড়া জড়িয়ে ধরা দিবস। ২০১০ সাল থেকে এই দিবসটি পালন করা হচ্ছে।

বেশ নরম স্বভারে একটি প্রাণী ভেড়া। এর পশম থেকে আরামদায়ক মোজা, উষ্ণতম সোয়েটার তৈরি করা যায় ও ভেড়ার খামার করেও আর্থিকভাবে বেশ লাভবান হওয়া যায়। এছাড়া ভেড়ার মাংস বেশ সুস্বাদু ও দামি। তাই পৃথিবীতে নিজেদের অবদানের কথা জানান দিতে একটি আলাদা দিন দাবি করতেই পারে ভেড়ারা। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই।

মানুষকে ভেড়ার প্রশংসা করতে অণুপ্রাণিত করে ভেড়া জড়িয়ে ধরার দিবস। দিবসটি মানুষের জীবনে নিয়ে আসা সব ভালো জিনিসের জন্য পালন করা হয়। তবে এই দিনটি পালন করার জন্য নিজের ভেড়া থাকতে হবে সেটা নয়। চাইলে আপনার পরিচিত কোনো বন্ধু বা যিনি ভেড়া পোষেন তার খামারে গিয়ে কিছু সময় কাটিয়ে আসতে পারেন ভেড়ার সঙ্গে।

মূলত এই দিবসের উৎপত্তি হয়েছে একটি ভেড়ার জন্মদিনকে কেন্দ্র করে। পানকিন নামে ওই ভেড়াটিকে ১৯৯২ সালে জবাইখানা থেকে কিনে আনা হয়েছিল। এরপর সময়ের সঙ্গে সঙ্গে দারুণ বন্ধুত্বপূর্ণ স্বভাবের হয়ে উঠেছিল পানকিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App