×

আন্তর্জাতিক

কপ-২৭ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন না ঋষি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ১০:৩৬ এএম

কপ-২৭ জলবায়ু সম্মেলনে যোগদান করবেন না সদ্য দায়িত্ব নেয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন রোধে যুক্তরাজ্য নেতৃত্বের ভূমিকা পালন করছে। মিসরে তার না যাওয়ার সিদ্ধান্ত নেতৃত্বের ব্যর্থতা তুলে ধরছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শুক্রবার তিনি বলেন, জলবায়ু বিষয়ে আমরা যে নেতৃত্ব দেখিয়েছি বিশ্বে তা অতুলনীয়।

ভারতীয় বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে এরই মধ্যে একাধিক রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন ঋষি সুনাক। তবে তীব্র জ্বালানি সংকট ও উচ্চ মূল্যস্ম্ফীতির জেরে দিশাহীন যুক্তরাজ্যের অর্থনীতিকে স্থিতিশীল করার গুরুদায়িত্বও পালন করতে হবে তাঁকে। খবর এএফপির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App