×

খেলা

সেমিফাইনালেই থমকে যাবে ভারত, শোয়েবের ভবিষ্যদ্বাণী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২, ০৪:০৮ পিএম

সেমিফাইনালেই থমকে যাবে ভারত, শোয়েবের ভবিষ্যদ্বাণী

শোয়েব আখতার

সেমিফাইনালেই থমকে যাবে ভারতের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন, এমন ভবিষ্যদ্বাণী করেছেন পাকিস্তান দলের ক্রিকেটার শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, আগেই বলেছি যে পাকিস্তান এই সপ্তাহে বিশ্বকাপ থেকে ফিরবে ও ভারত পরের সপ্তাহে সেমিফাইনাল খেলে ফিরবে। তারাও কোনো তিস মার খান নন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর এই প্রথম মুখ খুললেন হতাশাচ্ছন্ন এই ক্রিকেটার। তিনি বলেন, পাকিস্তানের হারের পরে এবার বড় পরাজয় ঘটতে পারে ভারত দলেরও। খবর জি-নিউজ ও এনডিটিভির।

যখন শোয়েব আখতার এমন কথা বলছিলেন, তখন গ্রুপ-২ এ টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত। ভারতের বাকি ম্যাচগুলো দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে।

এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে ১ রানে হারের পর পাকিস্তান দলের ওপর ক্ষোভ ঝেড়েছেন শোয়েব আখতার।

দেখুন: শোয়েব আখতারের ভিডিও টুইট

এ নিয়ে টুইটারে শেয়ার করা এক ভিডিওতে শোয়েব জানান, আমাদের মিডিয়ার কাছে জবাব দিতে হবে। ভারতকে জবাব দিতে হবে। আমরা এখন কি উত্তর দেব? এটা খুবই অস্বস্তির। এখন দলের আর কিছুই বাকি নেই। জয়ের ম্যাচটা ভারতের হাতে তুলে দিয়েছেন। আমি আগেই বলেছিলাম যে পাকিস্তান এই সপ্তাহে ফিরে আসবে এবং ভারতও সেমিফাইনাল খেলে ফিরে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App