×

সারাদেশ

শহীদ মিনারে জুতা পরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২, ১০:৩৯ পিএম

শহীদ মিনারে জুতা পরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাবনার ঈশ্বরদীতে শুক্রবার শহীদ মিনারে জুতা পায়ে সমাবেশ করে জাতীয়তাবাদী যুবদল। ছবি: ভোরের কাগজ

পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের বেদিতে মঞ্চ বানিয়ে গত বৃহস্পতিবার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ওই মঞ্চে অতিথি ও নেতাকর্মীরা সবাই জুতা পায়েও ওঠেন। শহীদ মিনারে এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুহূর্তে ভাইরাল হয়। এতে অনেকে ক্ষুব্ধ হন।

পরে খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ের মাঠে শহীদ মিনারের বেদীতে মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে ফুল দিয়ে টেবিল সাজানো হয়েছে। দুপুর তিনটার দিকে অনুষ্ঠানের অতিথিরা একে একে সবাই জুতা পায়ে মঞ্চে উঠে চেয়ারে বসেন।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, সাহাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক হামিদুল ইসলাম হামিদুল মেম্বার, সদস্য সচিব রমজান আলী, সলিমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক হাসান আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক দুলাল মণ্ডল, বিএনপি নেতা আওলাদ হোসেন কিরণ, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, জেলা ছাত্রদলের সদস্য সম্রাট হোসেন, পৌর ছাত্রদলের নেতা ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সোহাগসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল থানার বিএনপি অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সাহাপুর ইউনিয়ন বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আগামীতে আমরা আর শহীদ মিনারের বেদিতে মঞ্চ করব না। এটা আমাদের ভুল হয়েছে।’

উপজেলা যুবদলের এক নেতা বলেন, ‘শহীদ মিনারের বেদিতে মঞ্চ বানানো হলেও সেখানে কার্পেট বিছানো ছিল। এ কারণে শহীদ মিনারের অসম্মান হয়নি।’

উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি বলেন, আমরা পর্দা দিয়ে ঢেকেই সেখানে মঞ্চ তৈরি করে অনুষ্ঠান করেছি, যাতে শহীদ মিনারের অশ্রদ্ধা না হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App