×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির বিনামূল্যে স্বাস্থ্যসেবা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২, ০৩:২৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির বিনামূল্যে স্বাস্থ্যসেবা

বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করে বিজিবি। ছবি: ভোরের কাগজ

সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র ব্যবস্থাপনায় এই স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন বিভিন্ন সীমান্তে বিভিন্ন সময় সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী নারী-শিশু-পুরুষদের স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চরআষারিয়াদহ ইউনিয়নের ডিএমসি গ্রামের বিভিন্ন বয়সীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় গঠিত মেডিকেল টিম।

এদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত চলা মেডিকেল ক্যাম্পে ১৭২ জন গরিব দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সরবরাহ করা হয়।

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরীরা দায়িত্ব পালন করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবা ও সুরক্ষাসহ ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বজায় রাখবে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App