×

আন্তর্জাতিক

ইতালিতে ছুরিকাঘাতে নিহত ১, আর্সেনাল ডিফেন্ডার আহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২, ০৯:২৩ এএম

ইতালিতে ছুরিকাঘাতে নিহত ১, আর্সেনাল ডিফেন্ডার আহত

আর্সেনালের ডিফেন্ডার পাবলো মারিও

ইতালিতে শপিংমলে ছুরিকাঘাতে একজন নিহত হবার ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত আরও চারজন। তাদের মধ্যে বিখ্যাত ক্লাব আর্সেনালের ডিফেন্ডার পাবলো মারিও রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ইতালির মিলান শহরের নিকটে অবস্থিত একটি শপিংমলে এ হামলার ঘটনা ঘটে। খবর- বিবিসির।

এ ঘটনায় ৪৬ বছর বয়সী একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শপিংমলের ক্রেতারা। তবে একে সন্ত্রাসী হামলা বলে স্বীকার করতে রাজি নয় পুলিশ।

স্থানীয় গণমাধ্যম সূত্র বলছে, হামলাকারীর মানসিক সমস্যা রয়েছে। তিনি শপিংমলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। এতে ৩০ বছরের এক যুবক নিহত হন। এসময় আহত হন অন্তত চারজন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা যায়, আর্সেনালের ডিফেন্ডার পাবলো মারির পেছনে ছুরিকাঘাত করা হয়েছে। তবে তার আঘাত অত্যন্ত গুরুতর নয়। হাসপাতালে তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে আর্সেনাল ম্যানেজার মাইকেল আর্টেটা বলেন, আমি এই মাত্র জানতে পারলাম। আর্সেনালের টেকনিক্যাল ডিরেক্টর এডু মারির স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখছেন। মারি হাসপাতালে আছেন এবং ভালো আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App