×

খেলা

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারালো জিম্বাবুয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ০৮:৪২ পিএম

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারালো জিম্বাবুয়ে

ছবি: এএফপি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ১ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে ১৩০ রান করেছিল জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ১২৯ রানে থামতে বাধ্য হয়েছে পাকিস্তান।

১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরু থেকেই পাকিস্তানকে চেপে ধরে জিম্বাবুয়ে বোলাররা। এক পর্যায়ে শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১১ রান। ইনফর্ম মোহাম্মদ নওয়াজ এবং মোহাম্মদ ওয়াসিম। বোলার ব্রাড ইভান্স। প্রথম দুই বলেই ৭ রান নিয়ে নেন তারা দু’জন। ৪ বলে প্রয়োজন ৪ রান। তৃতীয় বলে নিলো ১ রান। মোহাম্মদ নওয়াজ উইকেটে থাকার পরও চতুর্থ বলটি হলো পট। ২ বলে প্রয়োজন ৩ রান। পঞ্চম বলটিতে আউট হয়ে গেলেন নওয়াজ। মিড অফের ওপর দিয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। ১ বলে প্রয়োজন ৩ রান। শেষ বলে শাহিন শাহ আফ্রিদি বাউন্ডারি মারতে পারলেন না। সোজা ব্যাটে খেললেন। ১ রান করার পর দ্বিতীয় রান করতে গিয়েই রানআউট হয়ে গেলেন শাহিন। ১ রানে জয় পেলো জিম্বাবুয়ে। এর আগে খেলার মোড় ঘুরে যায় শুরুর দিকে বাবর আজমের বিদায়ের মধ্য দিয়ে। জিম্বাবুয়ের ইভান্সের করা চতুর্থ ওভারে ক্যাচ দিয়ে ফিরেন ৯ বলে ৪ রান করা পাকিস্তানি অধিনায়ক। পরের ওভারেই মোহাম্মদ রিজওয়ানকে (১৪) বোল্ড করে দেন মুজারাবানি। দলীয় ২৩ রানেই নেই দুই ওপেনার। পাওয়ারপ্লেতে ওঠে ২৮ রান। আর ৮ রান যোগ হতেই লুকি জঙ্গুইয়ের শিকার ইফতেখার (৫)।একপ্রান্ত আগলে আক্রমণাত্বক খেলছিলেন শান মাসুদ। তাকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন শাদাব খান। ৩৬ বলে ৫২ রানের এই জুটি ভাঙে সিকান্দার রাজার বলে শাদাব খান (১৭) আউট হলে। পরের বলেই এলবিডব্লু হয়ে যান হায়দার আলী (০)। ৮৮ রানে নেই ৫ উইকেট। জমে ওঠে ম্যাচ। শেষ পাঁচ ওভারে প্রয়োজন ৩৮ রান। এমন সময় ৩৮ বলে ৪৪ করা শান মাসুদকে তৃতীয় শিকার বানান সিকান্দার রাজা। শেষ ওভারে প্রয়োজন ছিল ১১ রানের। সেই সমীকরণ দাঁড়ায় ১ বলে ৩ রানের! কিন্তু শেষ বলে উইকেটের বিনিময়ে আসে ১ রান! রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানের জয় পায় জিম্বাবুয়ে।এর আগে পার্থে আজ বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৩০ রান তোলে জিম্বাবুয়ে। শাহিন আফ্রিদির প্রথম ওভারেই আসে ১৪ রান। ফিরতি ওভারে আফ্রিদিকে আর বল দেওয়ার সাহসই করেননি অধিনায়ক বাবর আজম। ওয়েসলি মাধভেরে ও ক্রেইগ আরভিন দুজনই ছিলেন মারমুখী। পঞ্চম ওভারের শেষ বলে ৪২ রানের এই জুটি ভাঙেন হারিস রউফ। ১৯ বলে ২০ রান করে মোহাম্মদ ওয়াসিমের হাতে ধরা পড়েন অধিনায়ক ক্রেইগ আরভিন। এর পরপরই অপর ওপরনার মাধভেরেকে লেগ বিফোর করেন ওয়াসিম। আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউ নিয়ে জয়ী হয় পাকিস্তান। ১৩ বলে ১৭ রান করে ফেরেন মাধভেরে। এরপর মিল্টন শুম্বাকে (৮) কট অ্যান্ড বোল্ড করেন শাদাব খান। উইকেটে আসেন সিকান্দার রাজা। পাকিস্তানি বংশোদ্ভূত এই বিস্ফোরক অলরাউন্ডার আজ ১৬ বলে মাত্র ৯ রান করেন। পরের বলে নেই লুকি জঙ্গুই। সিন উইলিয়ামসও ২৮ বলে ৩১ রানে আউট হন। চারটি উইকেট পড়লেও স্কোর ৯৫ রান থেকে নড়েনি। শেষদিকে ব্রাড ইভান্স (১৯) আর রায়ান বার্ল (১০*) কিছু রান যোগ করলে ২০ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৩০ রান। পাকিস্তানের হয়ে ২৪ রানে ৪ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। ২৩ রানে ৩টি নিয়েছেন শাদাব খান। শহিন শাহ আফ্রিদি ৪ ওভারে ২৯ রান দিয়ে আজও থাকেন উইকেটশূন্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App