×

সারাদেশ

যশোরে ১০টি স্বর্ণের বারসহ ২ জন আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ০৪:১৯ পিএম

যশোরে ১০টি স্বর্ণের বারসহ ২ জন আটক

ছবি: ভোরের কাগজ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১ কেজি ২০০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ ২ চোরাকারবারীকে আটক করেছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালের দিকে এই অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- মিলন হোসেন (২৮) ও হিরন হোসেন (২৫)।

বিজিবি জানিয়েছে, সকাল ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বিজিবির একটি বিশেষ টিম বিজিবি-কাস্টমস যৌথ চেকপোস্টের (বাঁশকল) কাছে অভিযান চালায়।

এসময় বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর গণকবর স্থানের পাশে তিন রাস্তার মোড়ে অভিযানকালে সন্দেহভাজন মিলন হোসেন ও হিরন হোসেনকে আটক করা হয়।

পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে কোমরে বেল্টের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫টি করে মোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ১ কেজি ২০০ গ্রাম। উদ্ধারকৃত স্বর্নের মূল্য ৯৬ লাখ টাকা।

আটককৃত মিলন হোসেন ও হিরন হোসেন সম্পর্কে দুই ভাই। তাদের পিতার নাম শফিকুল ইসলাম, গ্রাম-, ডাকঘর-পীরপুর কুল্লা, , চুয়াডাঙ্গা জেলার, দামুড়হুদা থানার মুন্সিপুরে তাদের গ্রামর বাড়ি।

আটককৃতদের উদ্ধারকৃত স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App