×

জাতীয়

ফালুর বিরুদ্ধে দুদকের ফের তদন্তের আবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ০৪:৫০ পিএম

ফালুর বিরুদ্ধে দুদকের ফের তদন্তের আবেদন

বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালু

১৮৩ কোটি ৯২ লাখ টাকা দুবাইয়ে পাচার করার মামলায় বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালুসহ তিনজনের বিরুদ্ধে ফের তদন্ত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকার বিভাগীয় বিশেষ জজ সৈয়দ কামাল হোসেনের আদালতে এ আবেদন করেন দুদকের আইনজীবী মীর আহম্মদ আলী সালাম। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। মামলাটিতে ফালুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী মীর আহম্মদ আলী সালাম বলেন, দুদক তদন্ত প্রতিবেদনে কিছু ঘাটতি খুঁজে পেয়েছে। তাই মামলাটি অধিকতর তদন্ত করা প্রয়োজন। দুদকের সিদ্ধান্ত অনুযায়ী আজ এ আবেদন করা হয়েছে।

বাকি দুই আসামি হলেন- আরএকে সিরামিকস লিমিটেড অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এস এ কে ইকরামুজ্জামান এবং স্টার সিরামিকস প্রাইভেট লিমিটেডের পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান। তারা দুজনই জামিনে আছেন।

২০১৯ সালের ১৩ মে উত্তরা পশ্চিম থানায় ফালুসহ তিন ব্যক্তির বিরুদ্ধে অর্থপাচার আইনে দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি করেন। পরে দুদক কর্মকর্তা মামলাটি তদন্ত করে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে ফালুসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে বলা হয়, মোসাদ্দেক আলী ফালু, একরামুজ্জামান ও আনোয়ারুজ্জামান ২০১০ সালে দুবাইয়ে আল মদিনা ইন্টারন্যাশনাল লিমিটেড ও থ্রি-স্টার লিমিটেড মিলে ডেভেলপমেন্ট ইউএই নামে অফশোর কোম্পানি খোলেন। এরপর তারা বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে অর্জিত ১৮৩ কোটি ৯২ লাখ টাকা দুবাইয়ে পাচার করেন। দুবাইয়ে ওই অর্থ উপার্জনের কোনো উৎস তারা দেখাতে পারেননি। ২০২১ সালের ১৩ ডিসেম্বর ফালুসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App